নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রীর হিজাব খুলে নেয়ার চেষ্টা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

নিউইয়র্ক : ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই দেশটিতে মুসলিমরা বিশেষকরে মুসলিম নারীরা হেইটক্রাইমের শিকার হচ্ছেন। হিজাব পরায় নিউইয়র্কে এবার বাংলাদেশি এক কলেজছাত্রী হেইটক্রাইমের শিকার হয়েছেন।

ওই ছাত্রীর নাম ফাহিম নিজাম (১৯)। ১০ নভেম্বর কিউ ৪৩ বাসে করে তিনি কলেজে যাবার পথে এ ঘটনা ঘটে।

ফাহিমা জানান, তিনি বাসে করে ম্যানহাটনে হান্টার কলেজে যাচ্ছিলেন। বাসেই দুই জন শেতাঙ্গ আমেরিকান (স্বামী-স্ত্রী) তার কাছে এসে তাকে চিৎকার করে বলতে থাকে তার মাথা থেকে হিজাব খুলে ফেলার জন্য।

তারা ফাহিমার সাথে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। বলতে থাকে, মাথা থেকে বিরক্তিকর এই জিনিস খুলে ফেল।

ফাহিমা তার হিজাব না খুলেই প্রতিবাদ জানায়। এই ঘটনা সে বাসায় এসেই তার পরিবারকে জানায়। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়।

ফাহিমের পরিবার বলছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় হবার পরই এই ঘটনা ঘটলো। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

প্রসঙ্গত, ফাহিমা নিউইয়র্কের বেলরোজে থাকেন এবং তার বাবা-মা বাংলাদেশ থেকে ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় এসেছিলেন।

সূত্র : ডেইলি নিউজ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট