সিলেট নগরীতে ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬

সিলেট নগরীর কাজিটুলায় ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারিরা। রোববার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার (নং সিলেট খ-১১-০১৬৯) যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। তারা উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলি নামক স্থানে আসার পর ৪টি মোটর সাইকেল ও ১টি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারি গাড়িটির গতিরোধ করে এবং তারা গাড়িটি ভাংচুর করে ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, “ছিনতাইয়ের ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট