হিলারি ২১৫।। ট্রাম্প ২৪৪

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

ওয়াশিংটন : সব জল্পনা-কল্পনা, জরিপকে পেছনে ফেলে সদর্পে এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৫০টি অঙ্গরাজ্যের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ৪১টি রাজ্যের ভোট গণনাও শেষের পথে।

পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। জয়ের জন্য ২৭০টি ইলেকটোরাল ভোটের লড়াইয়ে ট্রাম্পের পক্ষে এসেছে ২৪৪টি ইলেকটোরাল ভোট। আর হিলারির পক্ষে পড়েছে ২১৫ ভোট।

যুক্তরাষ্ট্রের ছয়টি মূল অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রাপ্ত ভোট অনুসারে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। ছয়টির মধ্যে চারটিতে ট্রাম্প ও দুটিতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। বলা হয়ে থাকে, এ অঙ্গরাজ্যগুলোর ফলাফলের ভিত্তিতে আভাস পাওয়া যাবে, কে জয়ী হতে যাচ্ছেন।

সিএনএনের খবরে জানানো হয়, এখন পর্যন্ত ফ্লোরিডায় ট্রাম্প ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি পেয়েছেন ৪৭ দশমিক ৭ শতাংশ ভোট। সেখানে ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ২৯টি।

নিউ হ্যাম্পশায়ারে ৫৪ শতাংশ ভোট গণনা হয়েছে। ট্রাম্প ৪৮ দশমিক ৮ শতাংশ ও হিলারি ৪৫ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ৪টি। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। সেখানে হিলারি পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট। সেখানে ৯১ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ১৫টি।

ওহাইও অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৫৩ দশমিক ২ শতাংশ ভোট। হিলারির পক্ষে ভোট ৪২ দশমিক ৪ শতাংশ। এই অঙ্গরাজ্যে ৮৩ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ১৮টি।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত হিলারি এগিয়ে। সেখানে হিলারি পেয়েছেন ৪৮ দশমিক ৩ শতাংশ ও ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ৪ শতাংশ। ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ১৩টি।

পেনসিলভানিয়ায় হিলারি ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ। সেখানে ৬৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ২০টি।

সূত্র : ওয়াশিংটন পোস্ট