নয়াপল্টনে সড়কে সমাবেশ করতে পারবে না বিএনপি : সাঈদ খোকন

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬

বিএনপি পূর্ব ঘোষিত ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে  সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করতে দেবে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, ৮ তারিখের জনসভা বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটি অবহিতকরণ পত্র তারা পেয়েছিলেন। এটি কোনো আবেদনপত্র ছিল না। তাই আজ রাতে বিএনপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আইনগতভাবে সড়কে জনসভা নিষিদ্ধ।

তবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একটি চিঠিতে ৮ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বলে দক্ষিণ সিটি করপোরেশনকে অবহিত করেছে।

উল্লেখ্য, চিঠিতে সমাবেশ করার ব্যাপারে সিটি করপোরেশনের কাছে অনুমতি চাওয়া হয়নি।

এর আগে রুহুল কবির রিজভী  আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখানে কোনো দ্বিধা, কোনো সংকোচ নেই, আমরা সমাবেশ করব। পুলিশ যদি মনে করে, কাল (মঙ্গলবার) না দিয়ে পরশু দিন (বুধবার) দেবে, দিক; আমরা সেদিনই করব। কিন্তু সেটা আমাদের জানাতে হবে। আমরা সে প্রস্তুতি নেব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট