জার্মানিতে শপিংমলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০জন নিহত

প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

Manual8 Ad Code
জার্মানির মিউনিখের একটি শপিংমলে অস্ত্রধারীদের হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার আগে মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে এ হামলা হয় বলে ডয়েচে ভেলে জানায়।
জার্মান টেলিভিশন এনটিভি এ ঘটনায় প্রথমে ১০ জন নিহতের খবর দেয়। পরে বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করার কথা জানায়।
মিউনিখ পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, হামলায় অনেক মানুষ হতাহত হয়েছেন। একাধিক বন্দুকধারী হামলায় অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। বিপণিবিতানের ম্যাকডোনাল্ডসে ৬টায় প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, এখনো শপিং সেন্টারে লোকজন রয়েছে। আমরা তাদের বের করে আনার চেষ্টা করছি। এনটিভির খবরে বলা হয়, জার্মান স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। সেখানে গোলাগুলি চলছে জানিয়ে ওই বিপণিবিতানের এক কর্মী টেলিফোনে রয়টার্সকে বলেন, ওই এলাকায় তিনিসহ তার অনেক সহকর্মী এখনো লুকিয়ে আছেন। বাইরে থেকে সবাই দৌড়ে স্টোরের ভেতরে আসে এবং আমি শুধু একজনকে নিচে পড়ে থাকতে দেখেছি, যিনি এত গুরুতর আহত যে, তিনি বেঁচে নেই বলে আমার বিশ্বাস। এ ছাড়া আমাদের কাছে আর কোনো তথ্য নেই বলে জানান তিনি।
এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়েছে বলে পরিবহন কর্তৃপরে বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। গত সোমবার জার্মানির এ প্রদেশের ভুর্সবুর্গে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে শরণার্থী এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।
Manual1 Ad Code
Manual6 Ad Code