জাতির প্রত্যাশা পুরনে শহীদ জিয়ার সৈনিকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে : আলী আহমদ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

 প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ সুরমা যুবদলের আলোচনা সভা

সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- যুব সমাজকে বাংলাদেশের প্রাণ আখ্যায়িত করে জাতির প্রত্যাশা পুরনের লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে যুবদল জাতির যে কোন প্রয়োজনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে। যুবদল দক্ষিণ পুর্ব এশিয়ার সর্ববৃহৎ গনতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বের যোগান দিয়ে যাচ্ছে। দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে জাতির প্রত্যাশা পুরনে শহীদ জিয়ার আদর্শের যুবদলকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। গনতন্ত্র পুনরুদ্ধার এবং সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে যুবদলকে রাজপথে স্বোচ্চার হতে হবে।
তিনি গতকাল শনিবার যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দক্ষিণ সুরমার মোগলা বাজার খালোমুখস্থ একটি কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত বিশাল আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদরে কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান। উপজেলা যুবদল নেতা মঈনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও মকসুদুল করিম নোহেল-এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুবদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবদল নেতা শাহ মাহমুদ আলী। যুবদল নেতা বেলাল আহমদ মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাজী নামর আলী, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মো: আজির উদ্দীন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুল মন্নান, হাজী গুলজার মিয়া, ইসলাম উদ্দীন, আজাদ মিয়া, রুহুল আহমদ কালাম, ফখরুল আলম, যুবদল নেতা আশরাফ বাহার, আব্দুল মুক্তাদির খান, ফখরুল ইসলাম, মোস্তাক আহমদ, আবু সাঈদ হিরন, আলী ইমাম, শাহ জুনেদ, চান্দ আলী, দেলোয়ার হোসেন, আশরাফ হোসেন, মামুন আহমদ, আজাদুর রহমান, সুমন আহমদ, মুহিম আহমদ, সোহেল আহমদ, দোলন আহমদ, ছালিক চৌধুরী, সেফুল আহমদ, ছালেক আহমদ, লিটন আহমদ, আশিক আহমদ, শোয়াইব আহমদ, শাহীন আহমদ, এলাইছ আহমদ, জয়দু মিয়া, আব্দুল আহাদ, জয়নাল আহমদ, ইমরান আহমদ, আলী এনাম, জুয়েল আহমদ, লেবু মিয়া, শাহীন রাসেল, নুরুল হক, আব্দুর রহমান খান মনসুর, মুন্না আহমদ, ছইল মিয়া, জুমেল আহমদ, সোহেল আহমদ প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট