জার্মানিতে বিপণিবিতানে গুলি, নিহত ৩

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

বার্লিন : জার্মানির মিউনিখের একটি বিপণিবিতানে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদিকে জার্মানির একটি পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

জার্মান পুলিশ জানিয়েছে, শপিং মল ঘিরে পুলিশের অভিযান চলছে।

এর আগে, গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে শরণার্থী এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।

সূত্র : বিবিসি, রয়টার্স

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট