২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নব গঠিত কমিটিতে আগের পদেই বহাল রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
স্ব স্ব পদেই থেকে গেলেন দলের সাবেক কমিটির এই তিন যুগ্ম সাধারণ সম্পাদক।
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।
সারাদেশ থেকে আগত ৬৫৭০ কাউন্সিলরের কণ্ঠ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
পরে সভাপতি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যের নাম ঘোষণা করেন। এ ছাড়াও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব দেয়া হয়।
ঘোষণা অনুযায়ী সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক পুনরায় নব গঠিত কমিটিতে আগের পদেই দায়িত্ব পেয়েছেন।
দলের এ সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন করে একটি যুগ্ম সাধারণ সম্পাদক পদ বাড়ানো হয়েছে। সেই পদে দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D