ইতিহাস গড়েই জিততে হবে টাইগারদের

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

Manual1 Ad Code

আট উইকেটে ২২৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিন সকালে তাতে আর ১২ রান যোগ করেই অল আউট হয়ে যায় সফরকারীরা।

Manual1 Ad Code

এর সাথে প্রথম ইনিংসের ৪৫ রানের লিড যোগ করলে দাঁড়ায় ২৮৫। ফলে বাংলাদেশকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিততে হলে করতে হবে ২৮৬ রান।

তাতে লক্ষ্য থাকে তিনশত রানের নিচে। তৃতীয় দিনের খেলা শেষে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছিলেন, তিনশ’ রানের নিচে লক্ষ্য পেল জেতার সম্ভাবনা খুব ভালোভাবেই বেঁচে থাকবে বাংলাদেশের।

জানিয়ে রাখা ভাল, এর আগে কখনোই এত রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। একবারই ২০০-এর ওপরে রান তাড়া করে জিতেছিল দলটি। ২০০৯ সালের সেই জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেবার ২১৫ রানের লক্ষ্যে বাংলাদেশ জিতেছিল চার উইকেটে।

Manual8 Ad Code

চতুর্থ দিন সকালে ২০ মিনিটের মধ্যে ১৩ রানে ইংল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।

ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২২৮/৮) ৮০.২ ওভারে ২৪০ (কুক ১২, ডাকেট ১৫, রুট ১, ব্যালান্স ৯, মইন ১৪, স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*, রশিদ ৯, ব্রড ১০, ব্যাটি ৩; মিরাজ ১/৫৮, সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, কামরুল ১/২৪, মাহমুদউল্লাহ ০/৬, শফিউল ১/১০)

দ্বিতীয় নতুন বলে ইংল্যান্ডকে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন গ্যারেথ ব্যাটি (৮ বলে ৩)। ৮১তম ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায়।

Manual8 Ad Code

এর আগে সাকিব আল হাসানের বলে দ্রুত এক রান নিতে গিয়ে রান আউট হন স্টুয়ার্ট ব্রড (২৭ বলে ১০)। মেহেদী হাসান মিরাজের দারুণ ফিল্ডিংয়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন মুশফিকুর রহিম। ৭৮তম ওভারে ব্রড ফিরে যাওয়ার সময় ইংল্যান্ডের স্কোর ২৩৩/৯।

রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৫ রানে এগিয়ে থাকা অতিথিদের লিড তখন ২৭৩।

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৮ (তামিম ৭৮, ইমরুল ২১, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ৮৫, মুশফিক ৪৮, সাকিব ৩১, শফিউল ২, সাব্বির ১৯, মিরাজ ১, তাইজুল ৩*, কামরুল ০; ব্রড ০/১২, ব্যাটি ১/৫১, ওকস ০/১৫, রশিদ ২/৫৮, মইন ৩/৭৫, স্টোকস ৪/২৬, রুট ০/৫)।

ইংল্যান্ড ১ম ইনিংস : ২৯৩

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code