১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
করোনা ভাইরাস সৃষ্ট মহামারি (কভিড-১৯)এর বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারির যোদ্ধা চিকিৎসকরা। উদ্বেগের বিষয় হলো, বিগত ২৬ ঘণ্টায় দেশে আরও ১৮ চিকিৎসকের শরীরে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত মোট ৪৪০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশিয় চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
বিডিএফ-এর তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এই সংখ্যা ছিল ৪২২-এ।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকরা ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী। সংক্রমণ রোধে লকডাউন করা হয়েছে ১৬টি হাসপাতাল।
আক্রান্ত চিকিৎসকদের অধিকাংশই ঢাকার। এরপরে রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জ। সারাদেশের সরকারি হাসপাতালগুলো থেকে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সোমবার করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৪০০ ছাড়ায়। মাত্র তিন দিন আগেও যে সংখ্যা ছিল ৩০০-র কোটায়।
গত ২১ এপ্রিল পর্যন্ত ২০০ ও ১৭ এপ্রিল পর্যন্ত প্রথম ১০০ চিকিৎসকের শরীরে সংক্রমণ ধরা পড়ে।
দ্রুতহারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্টের (পিপিই) সরবরাহ ও মান নিয়ে অসন্তোষ বাড়ছে।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও দেশব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য দেওয়া পিপিই’র মান নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল দেশে প্রথম এক চিকিৎসকের মৃত্যু হয়।
এদিকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমের সামনে কথা বলতে সরকারি কর্মচারিদের বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার পর্যন্ত দেশে ৭ হাজার ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, মারা গেছেন ১৬৩ জন।
বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D