সিলেটে ইলেকট্রিক স্কুটার ব্রান্ড রিভো এর শোরুম উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

সিলেটে ইলেকট্রিক স্কুটার ব্রান্ড রিভো এর শোরুম উদ্বোধন

সিলেট খান মরটরস এর শোরুমে দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ খান মটরসের শোরুমে আনুষ্ঠানিকভাবে এই ইলেকট্রিক স্কুটার ব্রান্ড রিভো এর উদ্বোধন করা হয়।

খান মটরসের প্রোপ্রাইটর মোশারফ খান কালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রান্ড রিভো এর এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন.নি।

এসময় উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা বদরুদ্দোজা বদর, এডভোকেট অরূপশ্যাম বাপ্পি, সিলেট বাইকিং কমিউনিটির এডমিন শহীদ জামান, সাকেল খান, ফাহিম খান, আব্দুল্লাহ ইলাফ, আশিকুর রহমান জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে খান মটরস এর প্রোপ্রাইটর মোশারফ খান কালাম অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে ইলেকট্রিক স্কুটার ব্রান্ড রিভো এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’। নতুন ও দৃষ্টিনন্দন স্কুটারটি কম খরচে গ্রাহকদের মন জয় করবে।

খান মরটরস এর প্রোপ্রাইটর মোশারফ খান কালাম বলেন, ইলেকট্রিক স্কুটার রিভোর মাধ্যমে ১০ টাকা খরচে ১শ কিলোমিটার পথ গমন করতে পারবেন। স্কুটারটি দেখতে যেমন সুন্দর, তেমনি উন্নত ও গুণগতমানে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য এটি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করতে পারেন। সিলেটবাসীর জন্য স্মার্ট ইলেকট্রিক এই স্কুটার শোরুমে এনে ক্রেতাদের সেবা করার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট