সম্মেলনের মঞ্চে সেলফি তোলার হিড়িক

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সোরওয়ার্দী উদ্যানে তৈরী করা হয়েছে সু-বিশাল আলোকসজ্জা সম্বলিত মঞ্চ। মঞ্চের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে অনেকেই মঞ্চের উপর বা মঞ্চের পাশে দাড়িয়ে সেলফি তুলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ভিড় সম্মেলনের মঞ্চকে কেন্দ্র করে। তাদের অনেকেই মঞ্চের সৌন্দর্য্য উপভোগ করছে।

আন্তর্জাতিক মানের এই মঞ্চের সাথে নিজেকে স্মৃতির খাতায় ধরে রাখার জন্য সহকর্মীসহ বিভিন্ন জাতীয় নেতাদের সাথে ছবি এবং সেলফি তোলা নিয়ে ব্যস্ত।

সকাল থেকে রাত অবধি আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থল পরিদর্শন করতে আসেন।

রাতের অন্ধকারে সম্মেলন স্থল যেন আলোকরশ্মির এক নতুন রাজ্য। লাল, নীল, হলুদ, সবুজ বাহারী রং এর বাতি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট