আবারো অভ্যুত্থানের আশঙ্কা এরদোগানের

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশে আবারো সামরিক অভ্যুত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এবার তা সহজ হবে না, কারণ সবাই আরো সতর্ক রয়েছে। তুরস্কে জরুরি অবস্থা জারির পর প্রথম সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে তার এই সাক্ষাতকার প্রকাশ করা হয়। আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে রয়টার্স এই সাক্ষাতকার নেয়। তিনি বলেন, ১৫ জুলাই অভ্যুত্থানচেষ্টার প্রেক্ষাপটে সামরিক বাহিনীতে খুব দ্রুত নতুন সদস্য নিয়োগ করা হবে। তিনি আরো বলেন, নতুন অভ্যুত্থানচেষ্টা হওয়া সম্ভব, তবে তা সহজ হবে না। কারণ ‘আমরা আরো বেশি সতর্ক।’ তিনি বলেন, এটা খুবই স্পষ্ট যে, আমাদের গোয়েন্দাবাহিনীর মধ্যে মারাত্মক ঘাটতি এবং ব্যবধান ছিল। এটা কোনোভাবেই গোপন বা অস্বীকার করা যায় না। আমি বিষয়টি গোয়েন্দাপ্রধানকে জানিয়েছি। এরদোগান আরো বলেন, তিনি ওই রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদানকে ফোন দিয়েছিলেন। কিন্তু তা তার কাছে পৌঁছেনি।

সূত্র : ডেইলি সাবাহ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট