সম্মেলনে রাজধানীর আবাসিক হোটেল সিট শূন্য

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা শহরে কয়েক হাজার মানুষের সমাগম হতে শুরু করেছে। শনিবার থেকে দুই দিন চলবে এই সম্মেলন।

ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা সম্মেলনে যোগদানের জন্য রাজধানীতে আসতে শুরু করেছে।

এবারের ২০তম সম্মেলনে রাতে সম্মেলন স্থলে নেতাকর্মীদের থাকার কোনো ব্যবস্থা করা হয়নি। নেতাকর্মীদের থাকবে হবে আবাসিক হোটেলগুলোতে। তবে কেউ কেউ আত্মীয়-স্বজনের বাসাতেও রাত্রি-যাপন করবেন।

হঠাৎ করে এতো মানুষের আগমন হওয়ায় হিমসিম খাচ্ছে রাজধানীর আবাসিক হোটেল ব্যবসায়ীরা।

রাজধানীর কয়েকজন আবাসিক হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, প্রত্যেকটি আবাসিক হোটেলের সিট বুক হয়ে গেছে। অনেক আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব সিট বুক করেছেন। হঠাৎ করে এতো মানুষ একত্রে আসায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগ উঠেছে মানুষের অতিরিক্ত চাপের কারণে আবাসিক হোটেল গুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

তৃণমূল থেকে আসা কয়েকজন নেতার সাথে কথা বললে তারা জানায়, প্রত্যেকটি আবাসিক হোটেলে গেলে তারা বলছে সিট নেই। আবার যাদের আছে তারা অনেক বেশি ভাড়া চাচ্ছে।

অনেকে আগেই থেকেই হোটেলের সিট বুক করায় তেমন ঝামেলায় পড়তে হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট