আলো ছড়াচ্ছে বাংলাদেশ, স্টোকসকে ফেরালেন সাকিব

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

Manual1 Ad Code

দীর্ঘ চৌদ্দ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেই বোলিংয়ে আলো ছড়াচ্ছে বাংলাদেশ দল। ২১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বিপাকে ফেলার পর চাপটা ধরে রেখেছে স্বাগতিকরা।

Manual5 Ad Code

প্রতিরোধ গড়া জো রুটকে মধ্যাহ্ন বিরতির পরপরই সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজও অভিষেকের আলোটা নিজের দিকেই টেনে রেখেছেন।

Manual6 Ad Code

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সর্বশেষ ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ইংল্যান্ড। উইকেটে আছেন মঈন আলি ২২ ও জনি বেয়ারস্টো শূন্য রানে।

Manual7 Ad Code

এর আগে টস হেরে বোলিংয়ের আমন্ত্রণ পাওয়া মুশফিকুর রহিমের দল শুরু থেকেই সফরকারীদের স্পিন ফাঁদে ফেলার ছক কষে। তাতে সফলতাও আসে দ্রুতই। ইনিংসের ১০তম ওভারে অভিষিক্ত মিরাজের আঘাতের পর সাকিবের উইকেট ও মিরাজের দ্বিতীয় আঘাতে প্রথম সেশনটি নিজেদের করে নেয় স্বাগতিকরা।

দারুণ এক বলে বাঁহাতি বেন ডাকেটকে (১৪) বোল্ড করে শুরুটা করেন মিরাজ। পরের ওভারে সাকিব এসে তুলে নেন অধিনায়ক অ্যালিস্টার কুককে (৪)। দ্বাদশ ওভারে আবারো আঘাত হানেন মিরাজ। তবে তার এলডব্লিউয়ের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া না দিলে রিভিউ নিতে দেরি করেননি অধিনায়ক মুশফিক। তাতে আম্পায়ারের সিদ্ধান্তে পরিবর্তনও আসে। গ্যারি ব্যালান্সকে (১) সাজঘরে ফিরে যেতে হয়।

ম্যাচের ২৪তম ওভারে তাইজুল ইসলামের তৃতীয় বলে আরো একবার এলবিডব্লিউয়ের জোরালো আবেদন ওঠে। এবারের ব্যাটসম্যান ছিলেন মঈন আলি। আম্পায়ার সাড়া না দিলে আরো একবার রিভিউ নেন টাইগার অধিনায়ক। তবে রিপ্লে পর্যবেক্ষণের পর এবার নটআউটের সিদ্ধান্তই আসে।

Manual2 Ad Code

পরে ২৭তম ওভারের পঞ্চম বলে মঈন আলিকে প্রায় আউটই করে ফেলেছিলেন সাকিব! লেগবিফোর উইকেটের আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ারও। কিন্তু সেই দফা রিভিউ নিয়ে বেঁচে যান মঈন। তার এই বেঁচে যাওয়ার তালিকা লম্বা হয় মধ্যাহ্ন বিরতির পরও। সাকিবের এক ওভারে দুইবার আম্পায়ারের আউটের সিদ্ধান্ত আসার পর রিভিউ নিয়ে বেঁচে যান দুদফাই।

সেই হতাশা কাটিয়ে উঠতে আবারো হন্তারকের ভূমিকায় উত্তীর্ণ হন মিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেওয়া রুটকে (৪০) স্লিপে সাব্বিরের ক্যাচ বানিয়ে স্বাগতিক শিবিরকে উল্লাসে ভাসান এই অভিষিক্ত। পরে বেন স্টোকস (১৮) সাজঘরে পাঠিয়ে সফরকারীদের ওপর রাজত্ব বহাল রাখেন সাকিব।

এদিন তিন জনকে অভিষিক্ত করে একাদশ সাজিয়ে বাংলাদেশ। অলরাউন্ডার মিরাজ ছাড়াও ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে টেস্ট ক্যাপ দিয়েছে স্বাগতিকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code