আ.লীগের সম্মেলনে খালেদা-মির্জা ফখরুলকে আমন্ত্রণ

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে ক্ষমতাসীন দল।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দলের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাসের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দাওয়াত পৌঁছে দেন।

এ সময় মির্জা ফখরুল তাদের স্বাগত জানিয়ে নিজের কক্ষে নিয়ে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিমিয় করেন। এর আগে আ.লীগের প্রতিনিধি দলের আমন্ত্রণের সংবাদ পেয়ে সকাল পৌনে ১১টা থেকে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

পরে মৃনালকান্তি দাস উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির চেয়ারপারসন ও মহাসচিবকে সম্মেলনের দাওয়াত দিয়েছি। আশা করছি তারা আমাদের সম্মেলনে যোগ দেবেন।’

তিনি আরো বলেন, ‘জামায়াত ছাড়া দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সম্মেলনের দাওয়াত দিয়েছি আমরা।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট