আ.লীগের কার্যনির্বাহী সংসদের আকার বাড়ছে

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

Manual3 Ad Code

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিসর বাড়িয়ে ৮১ সদস্য করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এ প্রস্তাব পাসের জন্য কাউন্সিলে তোলা হবে।

Manual3 Ad Code

বুধবার দলের কার্যনির্বাহী সংসদের সভায় এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে প্রচারিত প্রতিবেদনটি সিলেট সংবাদ  পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:

অনুমোদন পাওয়া এ প্রস্তাবে বলা হয় কেন্দ্রীয় কার্যনির্বহী সংসদ হবে ৮১ সদস্য বিশিষ্ট। এছাড়া জেলা কমিটি ৭৫, উপজেলা কমিটি ৭১, ইউনিয়ন কমিটি ৬৯ এবং ওয়ার্ড কমিটি হবে ৫৫ সদস্য বিশিষ্ট।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

রুদ্ধদ্বার এ সভায় দলের সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের চূড়ান্ত সম্মতি দেয় কার্যনির্বাহী সংসদ। ঘোষণাপত্রে আরো দুটি বিষয় অন্তর্ভূক্ত করা হয়। বিষয় দুটি হলো- মাইক্রো সেভিং বা ব্যক্তিগত সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ ও এমপিওভুক্ত সব স্কুলে চিকিত্সক নিয়োগ দেয়া।

Manual5 Ad Code

এর আগে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপকমিটি এ প্রস্তাবের খসড়া তৈরি করে। সভায় অনুমোদিত প্রস্তাবগুলো কাউন্সিলে তোলা হবে। কাউন্সিলে পাস হলে তা কার্যকর হবে।

এছাড়া সভায় সম্মেলনের কাউন্সিলর তালিকাও অনুমোদন করা হয়। চাঁদপুর জেলা ছাড়া ৬,৭০০ কাউন্সিলর অনুমোদিত হন।

বৃহস্পতিবার দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ চাঁদপুর জেলার নেতাদের নিয়ে বসে এ জেলার কাউন্সিলর চূড়ান্ত করবেন।

Manual1 Ad Code

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code