খাদিজার উপর হামলার প্রতিবাদে সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানববন্ধন

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেইন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিনহাজ আহমদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস.এম আব্দুল আহাদ, যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, মির্জানগর শাপলাকুড়ি যুব সংঘের সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সহ সভাপতি শরীফ উদ্দিন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফি, স্বাধীনধারা সিলেটের সভাপতি আব্দুল মুমিন লাহিন, স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয়  কবি এস.পি সেবু, সিলেট ফ্রিডম ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ কামরান তালুকদার, শাপলাকুড়ি যুব সংঘের সভাপতি মো. ইমাম উদ্দিন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম মিয়া, স্বাধীনধারা সিলেটের সাধারণ সম্পাদক শাকিল আহমদ, হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন শাহপরাণ থানা শাখার সভাপতি আবু বক্কর পারভেজ, স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর রুনু, নুরুল হোসেন নুরু স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. নুরুল হোসেন নুরু, ইসলামিক রিলিফ সিলেট শাখার ২৩নং ওয়ার্ডের সভাপতি সোহেল আহমদ, ২নং ওয়ার্ডের সভাপতি আবু ইউসুফ মুন্না, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ রাজা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক জহির উদ্দিন খান, প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক ফাহিম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ারুল বারী, সদস্য সাইফুর রহমান, আজিজুল ইসলাম রুহেল, মনসুর আহমদ,  আফজাল আহমদ, কামাল আহমদ, রেহান আহমদ, স্বাধীনধারা সিলেটের পক্ষে উপস্থিত ছিলেন শাহীন আহমদ, মো. পাপ্পু রহমান, জুয়েল আহমদ, মো. শিব্বির আহমদ, তারেক আহমদ সামী, মাসুম আহমদ, স্বপ্নবাংলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলমগীর কবির, ওস্তার আলী নাদিম, এইচএম মিরাস, জসিম উদ্দিন, মনছুরুল হাসান, এসকে মনসুর, কামরুল হাসান, সজিব, তাহসিন, সারোয়ার, মামুন, এনাম, অপু, রাসেল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট