বিদেশিদের কাছে কান্নাকাটি করে লাভ নেই : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই। যারা জনগণের অর্থ ও সম্পদ লুট করে অবশ্যই তাদের ধরা হবে।

শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের কাছ থেকেই গণতন্ত্রের ছবক শুনতে হয়।

তিনি বলেন, তারা যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। কিন্তু তাদের কাছ থেকেই আমাদের গণতন্ত্রের উপদেশ শুনতে হয়। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আমি জানি না বাংলাদেশের মানুষ সেই ইতিহাস ভুলে গেছে কিনা।

এ ব্যাপারে শেখ হাসিনা প্রশ্ন রাখেন যে, তারা গণতন্ত্রের কোনো পথ রচনা করেছেন এবং ক্ষমতায় গেছেন? তারা বারংবার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংস করেছে এবং আবারো তাই করার চেষ্টা করেছে।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, তারা গণতন্ত্রের বানান এবং গণতন্ত্রের সংজ্ঞা জানে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, দেশবাসীর গণতন্ত্রের শিক্ষা নেয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা গণতন্ত্রের জন্য অনেক লড়াই-সংগ্রাম করেছে, বিজয় এনেছেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে।

Manual3 Ad Code

তিনি বলেন, দেশে গণতন্ত্র বিরাজমান থাকায় দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে, এমনকি আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করতে পারছি।

Manual8 Ad Code

শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্র বিদ্যমান থাকায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে ও দারিদ্র্যের হার কমেছে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে ও তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code