সাসেক্সে মুস্তাফিজের এক্সক্লুসিভ সাক্ষাৎকার (ভিডিও)

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

Manual8 Ad Code

সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে মুস্তাফিজুর রহমান এখন ইংল্যান্ডে।বুধবার ইংল্যান্ডের জন্য বাংলাদেশ ছাড়েন মুস্তাফিজ। লম্বা সফর শেষে ইংল্যান্ডে পৌঁছেছেন সেদিনই। আর ইংল্যান্ডে পৌঁছেই মাঠে নামার জন্য প্রস্তুত কাটার মাস্টার। আজ রাতেই টি-টোয়েন্টি ব্লাস্টে এসেস্কের বিপক্ষে খেলবেন ‘দ্য ফিজ’। চেমসফোর্ডে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

তার আগে সাসেক্সে একটি সাক্ষাৎকার দিয়েছেন মুস্তাফিজ। সেখানে অবশ্য একজন দোভাষী ছিলেন। সাসেক্সের পক্ষে একজন ইংরেজিতে প্রশ্ন করলেও মুস্তাফিজ বাংলাতে উত্তর দেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুস্তাফিজ। সেগুলো রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো :

প্রথমে মুস্তাফিজ বলেন, ‘সাসেক্স ক্রিকেট টিমে আমি প্রথম কোনো বাংলাদেশি। এ জন্য নিজেকে অনেক বড় মনে হচ্ছে। আবহাওয়া খুব ভালো। বাংলাদেশ কিংবা আইপিএলে আমি খেলেছি। সেখানে আবহাওয়া খুব গরম ছিল। কিন্তু এখানে বেশ ঠাণ্ডা। আমি আমার সিনিয়র ভাইদের কাছ থেকে শুনেছি এখানকার উইকেট খুব ভালো, পেস বোলারদের জন্য। শুনে ভালো লাগছিল। আমি কবে যাব অপেক্ষায় ছিলাম। আসলে এটা আমার জন্যও ভালো।’

এরপর মুস্তাফিজ সাকিব-তামিমের কাউন্টি ক্রিকেট খেলার বিষয়ে বলেন, ‘এর আগে সাকিব ও তামিম ভাই কাউন্টি ক্রিকেট খেলেছিলেন। ইংল্যান্ডের এই খেলাগুলোয় আমিসহ মোট তিনজন বাংলাদেশি খেলছে। আমি তিন নম্বর। জুনিয়র। সাসেক্স আমাকে নিয়েছে। সে জন্য সাসেক্সকে ধন্যবাদ জানাই।’

Manual4 Ad Code

মুস্তাফিজ আরো বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে সব সময় জেতার জন্য খেলি। সাসেক্সে আমি এতদিন ছিলাম না। তবে সামনের তিনটা ম্যাচে আমি যদি সুযোগ পাই, তাহলে আমার দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যাতে শেষ তিনটি ম্যাচ জিততে পারি।’

Manual8 Ad Code

Manual8 Ad Code

মুস্তাফিজ তার ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘বাংলাদেশের সবাই আমার সাপোর্ট করে। আমি যে এখানে খেলতে এসেছি তাতে সবাই বেশ উচ্ছ্বসিত। আমি এখন সাসেক্সের হয়ে খেলছি। সাসেক্সে ও বাংলাদেশে আমার যারা ভক্ত-সমর্থক আছেন তাদের কাছে দোয়া চাই। যাতে আমি ভালো খেলতে পারি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code