১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলাকালে সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রবিবার রাতে তারা নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মনিপুরি রাজবাড়ী পূজা মন্ডপ ও মির্জাজাঙ্গালস্থ নির্ম্বাক আশ্রমের পূজা মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ হচ্ছে ধর্মীয় স¤প্রীতির দেশ। এখানে মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে একত্রে বসবাস করে আসছেন। এমন দৃষ্টান্ত বিশ্বের অন্যান্য রাষ্ট্রে বিরল।নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক ঐক্যের কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসনীয়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু যখনই প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব শুরু হয় তখন সবাই মিলে সে উৎসবে অংশগ্রহণ করে। আর সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এসময় নেতৃবৃন্দ পূজামন্ডপের সার্বিক খোঁজখবর নেন। নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশন/মানবজমিন প্রতিনিধি সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, বাংলাদেশ প্রতিদিন/ নিউজ২৪ টিভি প্রতিনিধি সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, উত্তরপূর্বের সাংবাদিক সহ-সাধারণ সম্পাদক এস. সুটন সিংহ, যমুনা টেলিভিশন/চ্যানেল আই ইউকের সাংবাদিক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, যুগভেরীর সাংবাদিক প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পূর্বপশ্চিমবিডি নিউজ/ সিলেটভিউ২৪ডটকম’র সাংবাদিক দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক জনকণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান সালাম মশরুর, উত্তরপূর্বের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, গাজী টিভির ব্যুরো প্রধান বিলকিস আকতার সুমি, বণিক বার্তার রিপোর্টার আলী আকবর চৌধুরী, সিলেটভিউ২৪ডটকমের ফটোসাংবাদিক আনোয়ার হোসেন, গাজী টিভির ক্যামেরা পার্সন ছয়ফুল ইসলাম অপু, শ্যামল সিলেটের ফটোসাংবাদিক একরাম হোসেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D