পাকিস্তান ‘রাতের প্রহরীদের দ্বারা পরিচালিত’ : ভারত

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

নিউইয়র্ক : জাতিসংঘে আবারো কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানকে ‘রাতের প্রহরীদের দ্বারা পরিচালিত’ রাষ্ট্র বলে আখ্যা দিয়ে ভারত বলেছে, ইসলামাবাদ তার ‘ভূখণ্ড সম্প্রসারণের’ নীলনকশা বাস্তবায়নের জন্য জাতিসংঘকে ‘নগ্নভাবে’ ব্যবহার করছে।

জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন মন্ত্রী শ্রীনিবাস প্রাসাদ পাকিস্তান মিশনের প্রতিনিধি মালিহা লোদির  মন্তব্যের জবাবে এসব কথা বলেছেন।

শনিবার জাতিসংঘের বিশেষ রাজনৈতিক ও ঔপনিবেশিকতা বিরোধী কমিটির সাধারণ সভায় প্রাসাদ বলেন, ‘আমরা আমাদের জবাব প্রদানের নৈতিক অধিকার প্রয়োগ করতে বাধ্য হচ্ছি কেননা-আমরা শুনেছি- একটি দেশ পাকিস্তান তাদের ‘স্বার্থপর’ ও ‘ভণ্ডামীপূর্ণ’ উদ্দেশ্য সাধনের জন্য ভারতের জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে পুনরায় জাতিসংঘে প্রশ্ন উত্থাপন করেছে’।

মালিহা লোদির মন্তব্যকে প্রত্যাখ্যান করে প্রাসাদ বলেছেন, পাকিস্তান ‘‘রাতের প্রহরীদের দ্বারা পরিচালিত’ হচ্ছে। তিনি বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু। এ ইস্যুতে পাকিস্তানের কথা বলা উচিত নয়।

গত মাসে উরিতে ভারতের সেনাঘাঁটিতে ৪ জঙ্গির হামলায় ভারতীয় ১৯ সেনাসদস্য নিহত হলে ভারত-পাকিস্তান সম্পর্কের চরম অবনতি ঘটে।

সূত্র : এনডিটিভি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট