কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় জয় পেল টাইগাররা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

বাংলাদেশের দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ছিল ইংল্যান্ড। শুরুতে মাশরাফি পরে তাসকিনের বলে তাল হারিয়ে ফেলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

শেষে সব উইকেট হারিয়ে ২০৪ রান করে ইংল্যান্ড। এতে ৩৪ রানে জয় পায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের ৭৫ রান ও শেষ দিকে এসে মাশরাফির ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর টাইগারদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর টার্গেট। আর সেই টার্গেট পূরণে মাশরাফি বাহিনী সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নামে।

রবিবার টাইগারদের সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ দলপতি জস বাটলার। দুপুর আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল।

প্রথম ওয়ানডেতে শেষ ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ২১ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। ঘরের মাঠে ইংলিশবধের এমন সুযোগ হাতছাড়া হওয়ায় কোটি টাইগারভক্তের সঙ্গে আক্ষেপে পুড়ছে বাংলাদেশ দলও।

আক্ষেপ দূরে সরিয়ে দেশের কোটি ক্রিকেটপ্রেমীকে উচ্ছ্বাসে মাতাতে পারেন ক্রিকেটাররাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে। টিম ম্যানেজমেন্টের মতো লাল-সবুজের ক্রিকেটপ্রেমীরা এখনও সিরিজ জেতা সম্ভব বলেই বিশ্বাস রেখেছেন। কেননা হার দিয়ে শুরু হলেও পরের দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জেতার বহু রেকর্ড আছে বাংলাদেশের।

দ্বিতীয় ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররা হলেন- মোশাররফ হোসেন রুবেল, সৌম্য সরকার ও আল আমিন হোসেন। মূলত ইনজুরির কারণেই মোশাররফকে বসানো হয়েছে। শুক্রবার ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে আঘাত পান তিনি।

অন্যদিকে ইংল্যান্ড একাদশে কোনো পরিবর্তন হয়নি। অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলা বেন ডাকেট ও জেক বল আছেন রবিবারের ম্যাচেও।

এখন পর্যন্ত দুই দল ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টি এবং ইংল্যান্ড জিতেছে ১৪টি ম্যাচ।

গত শুক্রবার বাংলাদেশ প্রথম ম্যাচে ২১ রানে পরাজিত হয় ইংলিশদের কাছে। এরপর সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট