ছররা গুলিতে আহত আরো এক কাশ্মীরি যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

কাশ্মীর : কাশ্মীরে ভারতীয় বাহিনীর ছোড়া ছররা গুলির আঘাতে আহত আরো এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নামে মুজাফফর আহমদ পণ্ডিত।

মুজাফফরের অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে তাকে ঝিলাম ভ্যালি মেডিকেল কলেজ থেকে শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার মৃত্যু ঘটে।

মুজাফফর আহমদ পণ্ডিত সেন্ট্রাল কাশ্মীরের চেক-ই-কাইসা এলাকার বাসিন্দা ছিলেন।

গত ৮৫ দিন ধরে চলা এ সহিংসতায় এ নিয়ে বেসামরিক নাগরিকের মৃতের সংখ্যা ৯৩ জনে পৌঁছাল।

চলতি বছরের ৮ জুলাই বিদ্রোহী কমান্ডার বুরহান ওয়ানিকে ভারতীয় বাহিনী গুলি করে হত্যা করলে কাশ্মীরে জুড়ে ভারতবিরোধী বিদ্রোহ তীব্র আকারে ছড়িয়ে পড়ে।

গত ১৪ সেপ্টেম্বর মুজাফফর আহমদ পন্ডিত ছররা গুলিতে মারাত্মক আহত হন।  এজন্য তার বাঁ চোখে বেশ কয়েকবার অপারেশন চালান ডাক্তারেরা।

শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স কলেজ হাসপাতালের একজন ডাক্তার বলেন, ‘নিহত মুজাফফরের ক্ষতস্থানে পচন ধরেছিল। তাকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে জীবনের যুদ্ধে হেরে যায়।’

সূত্র : কাশ্মীর লাইফ