ইমরুলের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে বিসিবি একাদশ

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে চলেছে বিসিবি একাদশ এ পর্যন্ত ইমরুলের ব্যক্তিগত সংগ্রহ ১০৪ রান। ২০ রানে ক্রিজে রয়েছেন মুশফিকর রহিম।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি একাদশ অধিনায়ক নাসির হোসেন। সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয় ।

মাত্র ৭ রান করে ওকসের বলে বাটলারের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। ৬৪ রানে ব্যাট করছেন ইমরুল কায়েস। অপরপ্রান্তে ৩৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।

ইংলিশদের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকার, ইমরুল কায়েস ও নাসির হোসেনের মতো খেলোয়াড়রা রয়েছেন।

আল-আমিন আফগানিস্তান সিরিজে দলে ছিলেন না। নাসির দলে থাকলেও তিন ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি। নিশ্চিতভাবেই প্রস্তুতি ম্যাচে ভালো করে ওয়ানডেতে একাদশে জায়গা পাওয়ার চেষ্টা করবেন এই অলরাউন্ডার।

সৌম্য আফগান সিরিজে একাদশে থাকলেও ভালো করতে পারেননি। তিন ম্যাচে করেছেন মাত্র ৩১ রান। বাঁহাতি এই ওপেনারও নিশ্চয় প্রস্তুতি ম্যাচ দিয়ে ফর্মে ফিরতে চাইবেন।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ

নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট