২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৬
যে কোন মুহূর্তে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দলের বিগত ষষ্ট কাউন্সিলের পর কাউন্সিলরগন দলের নির্বাহী কমিটি সহ সকল অংগ সংগঠন পুনর্গঠনের দায়িত্ব চেয়ারপারসনের উপর অর্পণ করেন, দীর্ঘ সময় নিয়ে যাচাই বাচাই শেষে ৫০২ সদস্য বিশিষ্ট দলের নির্বাহী কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব এর পরেই মূলত যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
ইতিমধ্যে এ মাসের ২৭ তারিখে আফরোজা আব্বাস কে সভাপতি ও সুলতানা আহাম্মেদকে সম্পাদক করে মহিলা দলের কমিটি ঘোষণা করেন দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
এদিকে যুবদলের কমিটি প্রস্তুত করে রেখেছেন বলে দলের একটি বিশ্বস্ত সুত্র থেকে এ প্রতিবেদককে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় কমিটির তিনটি ফরমেটের যে কোন একটি ঘোষণা করা হতে পারে যেকোনো মুহূর্তে। নিরব–মজনু, নিরব–টুকু, টুকু-মজনু এটাই হতে পারে বিএনপির আন্দোলনের ভ্যানগার্ড খ্যাত যুবদলের আসন্ন কেন্দ্রীয় কমিটি।
সুপার ফাইভের অন্য নেতাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ন-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসাবে আসতে পারেন মোরতাজুল করিম বাদরু , আ ক ম মজাম্মেল হক, এস এম জাহাঙ্গীর ।
২০১০ সালের ১লা মার্চ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সভাপতি ও সাইফুল আলম নীরবকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় এবং একই সাথে হামিদুর রহমানকে সভাপতি ও মহানগর দঃ ছাত্রদলের তৎকালীন সভাপতি রফিকুল আলম মজনুকে সম্পাদক করে মহানগর দঃ, মামুন হাসান কে সভাপতি ও এস এম জাহাঙ্গির কে সাধারণ সম্পাদক করে মহানগর উত্তর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১০ সালের ৪ঠা সেপ্টেম্বর খালেদা জিয়া ২০১ সদস্যবিশিষ্ট যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
এই কমিটির মেয়াদ প্রায় তিন বছর আগেই শেষ হয়। উক্ত কমিটি গঠনের পর থেকে আলাল নিরব কখন ও একসাথে চলতে পারেননি এমনকি তাদেরকে একসাথে এক মঞ্চে খুব কম দেখা যাই, মহানগর দঃ যুবদলের সভাপতি সম্পাদকের মধ্যে গ্রুপিং দেখা না গেলেও মহানগর উত্তর যুবদল কেন্দ্রের পথ অনুসরণ করে গ্রুপিং এ জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দলীয় কার্যক্রমে তা ফুটে ওঠে বলে যুবদলের একাধিক প্রভাবশালী নেতা স্বীকার করেন ।
কমিটি গঠনের খবরে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে যুবদলের নেতাকর্মীরা, তাদের দাবি এবার যুবদলের কমিটিতে তারা শিক্ষিত, মার্জিত, কর্মীবান্ধব নেতাদের দিয়ে যেন গঠন করা হয় তাহলেই কেবল আন্দোলনে যুবদল তার যথার্থ সফলতা দেখাতে পারবে ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D