ভারতকে সমুচিত জবাব দিয়েছি: পাক সেনাপ্রধান

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

ইসলামাবাদ : ভারতকে হুঁশিয়ার করে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, অপপ্রচার চালিয়ে পাকিস্তানকে দমানো যাবে না।

লাহোরে কমভ্যাট ট্রেনিং সেন্টারের পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে গভীর দৃষ্টি রাখা হয়েছে। শত্রুদের পক্ষ থেকে যে কোনো প্রকার অভিযানের সমুচিত জবাব দেওয়া হবে। পাকিস্তানের সেনাপ্রধান সকল প্রকার অভিযানের জন্য প্রস্তুত।

তিনি আরো বলেন, কোনো প্রকার অপপ্রচারের মাধ্যমে পাকিস্তানকে দাবানো যাবে না। ভারতীয় সেনা বাহিনীর সীমান্ত হামলাকে সার্জিক্যাল স্ট্রাইক বলে রং লাগানো একটি ধোঁকা। পাকিস্তানের সেনাবাহিনীও এর সমুচিত জবাব দিয়ে দিয়েছে।

ডন নিউজ উর্দু অবলম্বনে

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট