সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট আ ফ ম কামাল আর নেই

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট আ ফ ম কামাল আর নেই

১৪ জুলাই ২০১৯, রবিবার : সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আ ফ ম কামাল আর নেই। শনিবার রাত ১০টা ২০ মিনিটে নগরীর ওয়েসিস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ )।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

খবর পেয়ে মেয়র’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান।

নামাজের জানাযা আজ রবিবার বাদ আসর সিলেট শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে মুর্শেদ কামাল। জানাযা শেষে সিলেট নগরীর মানিক পীর (রঃ) কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হইবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম এ হক সাবেক পৌর চেয়ারম্যান এডভোকেট আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।