স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপোষ করবে না আ,লীগ : ওবায়দুল কাদের

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপোষ করবে না আ,লীগ : ওবায়দুল কাদের

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধী- এই শক্তিগুলোর সঙ্গে কোনো অবস্থাতেই আওয়ামী লীগ আপোষ করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি ও স্বাধীনতাবিরোধী পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।