ভার্জিনিয়াতে বাংলাদেশি নারীর আইটি শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

ওয়াশিংটন: আইটি শিক্ষা প্রতিষ্ঠান ডেটা এন টেক-এর নতুন ক্লাস উদ্বোধন করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রবিবার ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া ক্যাম্পাসে নতুন এ ক্লাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও আইটি বিজ্ঞানী শিরিন আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেটা এন টেক-এর সিইও শিরিন আক্তার জানান, ইতোমধ্যেই আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সুনাম অর্জন করতে সমর্থ হয়েছে এ প্রতিষ্ঠানটি। ডেটা এন টেক থেকে আইটি বিষয়ে কোর্স শেষ করার পর অনেকেই আমেরিকার নামিদামি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকুরীর সুযোগ পেয়েছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরের জন্য বিপুল সংখ্যক দক্ষ কর্মীর চাহিদ রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে ২০১৩ সালে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।

তিনি আরো জানান, নিজে নারী হাওয়ায় তিনি উপলব্ধি করছেন প্রবাসী বাংলাদেশি নারীদের স্বাবলম্বি হওয়া এবং মূল স্রোতে উঠে আসার বিষয়গুলো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট