ওয়াশিংটনের শপিংমলে গুলিতে নিহত ৪

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বার্লিংটন শহরের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো দুইজন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ এবং লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, গুলির ঘটনার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে তার আগেই বন্দুকধারী ওইস্থান থেকে সটকে পড়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার উত্তর সিয়াটেল শহর থেকে ১০৫ কিলোমিটার দূরে বার্লিংটনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই পুলিশ বন্দুকধারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।