৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬
উরিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে পড়বে? এখনই অতদূর ভাবতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে শক্তির ভারসাম্যে এখন কে কোথায় দাঁড়িয়ে, একবার দেখে নেওয়া যাক?
ভারতীয় সেনা বাহিনীতে সৈন্যর সংখ্যা ১৩,২৫,০০০ হাজার, পাকিস্তান বাহিনীতে সৈন্যর সংখ্যা ৬,২০,০০০ হাজার। ভারতের রিজার্ভ সামরিক কর্মী ২১,৪৩,০০০ হাজার, পাকিস্তানের রিজার্ভ সামরিক কর্মী ৫,১৫,০০০ হাজার। ভারতের ট্যাঙ্কের সংখ্যা ৬৪৬৪টি, পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা ২৯২৪টি।
ভারতের সাঁজোয়া গাড়ি ৬৭০৪টি, পাকিস্তানের সাঁজোয়া গাড়ি ২৮২৮ টি। ভারতের SPG-র সংখ্যা ২৯০টি, পাকিস্তানের SPG-র সংখ্যা ৪৬৫। ভারতের কামানের সংখ্যা ৭৪১৪ টি, পাকিস্তানের কামানের সংখ্যা ৩২৭৮ টি। ভারতের মাল্টিপল রকেট সিস্টেম ২৯২ টি, পাকিস্তানের মাল্টিপল রকেট সিস্টেম ১৩৪ টি।
ভারতীয় বিমান বাহিনীর মোট বিমান ২০৮৬টি, পাক বিমান বাহিনীর মোট বিমান ৯২৩টি। ভারতের ফাইটার-ইন্টারসেপ্টর ৬৭৯ টি, পাকিস্তানের ফাইটার-ইন্টারসেপ্টর ৩০৪টি। ভারতের ফিক্সড উইন অ্যাটাকার ৮০৯ টি, পাকিস্তানের ফিক্সড উইন অ্যাটাকার ২৬১টি। ভারতের প্রশিক্ষণ যুদ্ধবিমান ৩১৮টি, পাকিস্তানের প্রশিক্ষণ যুদ্ধবিমান ১৭০টি।
ভারতের হেলিকপ্টার ৬৪৬টি, পাকিস্তানের হেলিকপ্টার ৩০৬টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টার ১৯টি, পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার ৫২টি। ভারতের মোট নৌ বাহিনীর ২৯৫ টি জাহাজ, পাকিস্তানের মোট নৌ বাহিনীর ১৯৭টি জাহাজ। ভারতের এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ২টি, পাকিস্তানের এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার নেই।
ভারতের হাতে ফ্রিগেট ১৪টি, পাকিস্তানের হাতের ফ্রিগেট নেই। ভারতের ডেস্ট্রয়ারের সংখ্যা ১০, পাকিস্তানের ডেস্ট্রয়ার নেই। ভারতের করভেট এর সংখ্যা ২৬, পাকিস্তানের করভেট নেই।
ভারতের হাতে সাবমেরিন ১৪টি, পাকিস্তানের হাতে সাবমেরিন ৫টি। ভারতের উপকূলরক্ষী জাহাজ ১৩৫টি, পাকিস্তানের উপকূলরক্ষী জাহাজ ১২টি। ভারতের মাইন ওয়ারফেয়ার ৬টি, পাকিস্তানের মাইন ওয়ারফেয়ার ৩টি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D