সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পেল শত শিশু

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পেল শত শিশু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে পদার্পণ উপলক্ষে সিলেটের একশত শিশু পেয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

সোমবার সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে প্রতিকৃতি তুলে দেয়া হয়। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সিলেট জেলা প্রশাসন।

অনুষ্ঠানে শুরুতেই বঙ্গবন্ধু’র ৭ই মার্চের ভাষণের অনুকরনে ভাষণ দেন শিশু শিল্পী ঐন্দ্রিলা নাথ ঐশী। এরপর শিশু শিল্পী জয়িতা জেহেন প্রিয়তি বঙ্গবন্ধুকে লেখা তার একটি চিঠি পাঠ করেন।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধুকে লেখা খোলা চিঠি শীর্ষক একটি বই রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোড়ক উন্মোচন করেছেন। এই চিঠিটি সেই বইয়ে নির্র্বাচিত হয়েছে। এছাড়াও নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো’ পাঠ করে শোনান শিশু শিল্পী নাফিসা তানজিন।

সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শত শিশুদের উপস্থিতিতে তাদের হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত থেকে শিশুদের হাতে প্রতিকৃতি ও একটি করে লাল গোলাপ তুলে দেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তণ প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক উত্তরপূর্বের ব্যবস্থাপনা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা সংগঠক সাইদুর রহমান ভূঁইয়া, নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত ও সভাপতি মিশফাক আহমদ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এছাড়া অতিরিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসলাম উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক চম্পক সরকার, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, খোয়াজ রহিম সবুজ, নাট্য পরিষদ কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি উজ্জ্বল দাস, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, কোষাধক্ষ্য ইন্দ্রনি সেন, কার্যকরী সদস্য ফারজানা সুমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট