১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬
মাশরুম মিক্স ।। প্রতিরোধ ও প্রতিকার হিসাবে কাজ করে
১। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ২। হারানো যৌন শক্তি ২৪ ঘন্টায় ফিরে পাবেন। ৩। রক্তে কোলেস্টোরেল ফ্রি করে ও ওজন কমাতে সাহায্য করে। ৪। শরীরের যাবতীয় বিষাক্ত পদার্থ (Toxin) বের করে দেয় এবং দেহের দূর্বলতা কমিয়ে দেহকে সুস্থ, সজীব ও সতেজ রাখে। ৫। হরমন উৎপাদন বাড়ায়। ৬। ডায়াবেটিস রোধে কার্যকর ভূমিকা রাখে। ৭। অনিদ্রা দূর করে ভালো ঘুম হয়। ৮। হাইব্লাড – প্রেসার নিয়ন্ত্রন করে। ৯। ক্যানসারের প্রতিরোধক হিসাবে কাজ করে। ১০। এন্টি-অক্সিড্যান্ট, এন্টি-ব্যাকটেরিয়া, এন্টি-ভাইরাল, এন্টি-ফানজাল হিসেবে কাজ করে। ১১। ইহাতে গ্যানডোডারমিক এসিড আছে যা শরীরের কোলেস্টোরেল কমাতে সাহায্য করে। ১২। HIV প্রতিরোধ করে। ১৩। ইহাতে সকল প্রকার ভিটামিন আছে যেমন ভিটামিন-এ, সি, ডি, পটাসিয়াম ইত্যাদি। ১৪। টিউমার প্রতিরোধ ও প্রতিকারে সাহায্য করে।
আজই পেতে যোগাযোগ করুন। সিলেটের যে কোন জায়গা থেকে ।
মোবাঃ ০১৭৬৮৩৭৬২৭১ ।। ই-মেইলঃ mmix3549@gmail.com
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D