নিউইয়র্কের ম্যানহাটানে বোমা বিস্ফোরণে ২৯ জন আহত

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

নিউজার্সিতে বোমা বিস্ফোরণ


নিউইয়র্ক থেকে এনা : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্যস্ততম ম্যানহাটানের ২৩ স্ট্রিট ৬ এভিনিউর চেলসি এলাকায় গত ১৭ সেপ্টেম্বর শনিবার (নিউইয়র্ক সময়) রাত ৮টা ৩০ মিনিটে ডাস্টবিনে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন। এর আগে দুপুরে নিউইয়র্কের পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সির একটি শহরে ম্যারাথন শুরুর ৩০ মিনিট আগে সড়কের পাশে ডাস্টবিনে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নিউইয়র্কে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরো একটি বোমা লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি করছে স্থানীয় পুলিশ। অন্যদিকে ম্যাহাটনের ওয়েস্ট ২৭ স্ট্রিটে একটি প্রেসার কুকার পুলিশ উদ্ধার করেছে। যার মধ্যে বোমার ডিভাইস পাওয়া গিয়েছে।
এমন সময় বোমার বিস্ফোরণ ঘটলো যখন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের প্রস্তুতি চলছে। বিশ্বনেতাদের নিরাপত্তায় নিউইয়র্ককে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তার মধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কের সৃষ্টি করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কের বিস্ফোরণের ঘটনা অবহিত হয়েছেন। তিনি এ ঘটনার অগ্রগতি জানার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেনি নিরাপত্তা সংশ্লিষ্টরা।
নিউইয়র্ক সিটির মেয়র মেয়র বিল. ডি ব্লাজিও এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেননি। ঘটনাস্থলের পাশে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি অধিকতর তদন্ত ছাড়া কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি জানান, এফবিআই ও এ্যান্টি টেররিজম ইউনিট এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এর সাথে এখনো পর্যন্ত কোন টেররিস্ট গ্রæপের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মেয়র জানান, আহতদের মধ্যে ২৪ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে একজন গুরুতর আহত বলে জানা গেছে।
বিকট বিস্ফোরণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকেও সেখানে ছুটে যেতে দেখা যায়। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেছেন।
বিস্ফোরণের পর টুইটারে একটি ডাস্টবিনের ছবি এসেছে। বলা হচ্ছে, ওই ডাস্টবিনেই বিস্ফোরণ ঘটেছে এবং তাতে পাশের ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে। তবে নিউইয়র্কের পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
এদিকে শনিবার দুপুরে নিউজার্সির বিচ টাউনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। নিউইয়র্ক শহর থেকে দক্ষিণে ১২৯ কিলোমিটার দূরে ওই এলাকায় একটি চ্যারিটি র‌্যালির প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। র‌্যালি শুরুর ৩০ মিনিট আগে তা বিস্ফোরিত হয়। স্থানীয় পুলিশ ও এফবিআই এ ঘটনার তদন্ত করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট