সিলেটে তিন ওলির মাজার জিয়ারত করলেন শিরীন শারমিন

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

সিলেটে তিন ওলির মাজার জিয়ারত করলেন শিরীন শারমিন

সিলেটে তিন আউলিয়ার মাজার জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার দুপুর দেড়টার দিকে বিমানযোগে ঢাকা থেকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করতে দরগাহ এলাকায় যান।

পরে তিনি নগরী থেকে ১০কিলোমিটার দূরে হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতও করেন। সবশেষে তিনি নগরীর কুশিঘাটে সিলেটের প্রথম মুসলিম হযরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করেন। রাত রাত ৮টার দিকে বিমানযোগে ফের তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্পিকার কেবল মাজার জিয়ারত করতে এসেছেন। সফরকালে তিনি আর কোনো অনুষ্ঠানে যোগদান করেননি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট