বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল : কাদের

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮

বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল : কাদের

Manual8 Ad Code

মাদারিপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আদালতের রায়ে বিএনপি এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল। তারা নৈতিকতা ও ভাবমূর্তি হারিয়ে সন্ত্রাস ও রাজনীতিকে সমার্থক করে ফেলেছে।’

Manual8 Ad Code

শুক্রবার দুপুরে মাদারীপুরে তিনি এই কথা বলেন।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী রবিবার পদ্মা সেতুর রেলসংযোগ নির্মাণকাজ উদ্বোধন করবেন। এই কাজের অগ্রগতি এবং মাদারীপুর ও শরীয়তপুর অংশে জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শনে আসেন সেতুমন্ত্রী।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে দায়দায়িত্ব এড়াতে পারেন না। একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারও বিচার হওয়া উচিত।’

বৈরী আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর কর্মসূচি ১৩ অক্টোবর শনিবারের পরিবর্তে ১৪ অক্টোবর রবিবারে নির্ধারণ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code