১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করতে সব আয়োজন সম্পন্ন করেছে সরকার।
সোমবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার সকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক। তাই বিএনপি নেতাকর্মীদেরকে হামলা-মামলা করে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে।
মির্জা ফখরুল বলেন, সরকার যে কোনোভাবে একতরফা নির্বাচন করতে চাইছে। জগণের ভোটের উপর সরকারের কোনো আস্থা নেই। তাই বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে।
তিনি বলেন, সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে বিএনপি যাতে করে নির্বাচনে যেতে না পারে। যা আরেকটি ভোটারবিহীন নির্বাচনের কূটকৌশল।
তিনি বলেন, আমি দ্ব্যার্থহীন কণ্ঠে ফের সরকারকে বলতে চাই যদি অংশগ্রহণমূলক নির্বাচন চান তবে বিএনপির দেওয়া ৭ দফা প্রস্তাব মেনে নিন। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিন। সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। সবাইকে নিয়ে নির্বাচন করুন। জনগণের রায় মেনে নিন।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত গায়েবি মামলা দেয়া হয়েছে ৪ হাজার ১৪৯ টি। আসামি করা হয়েছে ৮৬ হাজার ১৯২ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭৮ জনকে। ৪ হাজার ৬৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে ২৪৭ জনকে।
এছাড়া ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত ৯০ হাজার ৩৪০ টি মামলায় ২৫ লাখ ৭০ জনকে আসামি করা হয়েছে। ১৫১২ জন নিহত কর্মী, ১২০৪ জন গুম, ৪২৩ জন গুম হয়ে আছে। এসব করা হয়েছে শুধুমাত্র বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বলে জানান মির্জা ফখরুল।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে সকল আয়োজন করা হয়েছে। সমস্ত গায়েবি মামলা নিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D