যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হচ্ছেন : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হচ্ছেন : প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

নিউইয়র্ক : যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি এসময় আরো বলেন, জনগণের নিরাপত্তা দিতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। আলোকচিত্রী শহিদুল আলম প্রসঙ্গে তিনি বলেন, শহিদুল আলম শিক্ষার্থীদের উসকানি দিয়েছিলেন তাই তাকে আটক করেছে পুলিশ।

এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

তারপর লন্ডনে একদিন যাত্রাবিরতি করে রবিবার দুপুর ২টা ২৩ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে নিউইয়র্কে পৌঁছান তিনি।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন এবং একই দিন তার জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code