৫ দিনের রিমান্ডে হাবিব-উন-নবী সোহেল

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

৫ দিনের রিমান্ডে হাবিব-উন-নবী সোহেল

Manual3 Ad Code

নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিম দক্ষিণের এসআই আব্দুল করিম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

Manual5 Ad Code

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশিবাজারস্থ আদালতে হাজিরা শেষে ফেরার সময় তার গাড়ি কদমফুল ক্রসিংয়ে পৌঁছামাত্র চারদিক থেকে বিএনপি নেতাকর্র্মীরা মিছিল করে আসে এবং রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল ছোড়ে এবং যানবহন ভাংচুর করে। ওই সময় সোহেল এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের নিয়ে প্রিজনভ্যান ভাংচুর করে এবং গ্রেপ্তারকৃত আসামি ওবাইদুল হক নাসির ও করিম সরকারকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহতও হন। আসামির প্রত্যক্ষ উপস্থিতিতে এবং তার নির্দেশে ওই ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code