আইনের কথা ভুলে যান, এখন খালেদার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ : মওদুদ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

আইনের কথা ভুলে যান, এখন খালেদার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খালেদা জিয়া মুক্ত হলে বাংলাদেশে যে গণজোয়ার আসবে, সেটা তারা ঠেকাতে পারবে না। সে কারণেই খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হয় নাই। সুতরাং এখন আইনি প্রক্রিয়ার কথা কিছুটা ভুলে যেতে হবে, এখন খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ। রাজপথেই এর মোকাবিলা করে তার মুক্তি অর্জন করতে হবে।’

বুধবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে ডি‌প্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসি‌য়েশন অব বাংলা‌দেশ—ডিইএবির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে আয়ো‌জিত মানববন্ধ‌নে মওদুদ আহমদ এসব কথা ব‌লেন।

মওদুদ আহমদ বলেন, ‘সে জন্য আমরা প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। নতুন করে কর্মসূচি দেবো। সেই কর্মসূচির সঙ্গে আগামী দিনের রাজনীতি, ভোটের অধিকার, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পাওয়ার অধিকার জড়িত।’

সাবেক এই আইনমন্ত্রী আরো বলেন, ‘রাজপথে আন্দোলনের জন্য সবাইকে তৈরি থাকতে হবে। আমরা প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। নতুন করে কর্মসূচি দেবো। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘নিম্ন আদালতের ওপর সুপ্রিম কোর্টের কোনো নিয়ন্ত্রণ নেই। আর নিম্ন আদালতকে সরকার রাজনৈতিক প্রভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। যার কারণে সাত মাস হয়ে গেল, কিন্তু খালেদা জিয়া মুক্ত হতে পরেননি। আমাদের আইনজীবীরা অনেক পরিশ্রম করে আইনি এমন কোনো প্রক্রিয়ার নাই যে আমরা অনুসরণ করি নাই। কিন্তু এরপর সরকার ও নিম্ন আদালতের সঙ্গে আমরা জয়লাভ করতে পারি নাই। কারণ, সরকার চায় না খালেদা জিয়া মুক্ত হোক।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমাদের বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে এগিয়ে যেতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য। এটা ছাড়া বাংলাদেশের মানুষের কাছে অন্য কোনো পথ নাই। ১৬ কোটি মানুষের মুক্তি এখন নির্ভর করছে জাতীয় ঐক্যের মাধ্যমে অন্দোলনকে সফল করা।’

ডি‌প্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসি‌য়েশন অব বাংলা‌দেশ—ডিইএবির সহসভাপ‌তি মোস‌লেহ উদ্দিনের সভাপ‌তি‌ত্বে ও দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপ‌নের সঞ্চালনায় সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, বিএন‌পির বিজ্ঞান ও প্রযু‌ক্তিবিষয়ক সম্পাদক রেয়াজুল ইসলাম রিজু, জিয়া নাগরিক ফোরাম—জিনাফের সভাপ‌তি লায়ন মিয়া মো. আনোয়ার , ডিইএবির উপ‌দেষ্টা সিরাজুল ইসলাম প্রমুখ।