৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,‘নির্বাচনকালীন সরকার বলতে কিছুই নাই, সরকার যদি তা করতে চায়, তাহলে সব দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আর যদি অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশের জনগণ তা করতে দেবে না।’
সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মরহুম নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।
মওদুদ আহমদ বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই দাবিটি যারা অসাংবিধানিক কথা বলেছে, তারা অবাস্তব কথা বলেছে। এই কথা সংবিধানসম্মত কি না এর জবাব জনগণ দেবে এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আদায় করবে।
তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য সংবিধান কখনো বাধা হতে পারে না। সংবিধান পরিবর্তন করা যেতে পারে, তবে তা জনগণের কল্যাণের জন্য হতে হবে।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ আতঙ্কিত, তারা উৎকণ্ঠায় আছে। এ জন্য তারা এ সফরের সমালোচনা করছে। তারা এখন ভীত হয়ে মহাসচিবের সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি মোশাররফ হোসেন খোকন, তেজগাঁও থানার সহসভাপতি হাফিজুর রহমান কবির, শাহবাগ থানার কৃষক দলের সভাপতি এম. জাহাঙ্গীর আলম।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D