‘এই ছবিটিই একটি বিশ্বযুদ্ধ থামিয়ে দেয়ার জন্য যথেষ্ট’

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

সানা : ইয়েমেনের রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী ছবির এই ছোট্ট শিশুটি। হয়তো নিজের খেলার সাথীর কাছ থেকেই যুদ্ধে প্রিয় বাবাকে হারানোর ব্যথা সে উপলব্ধি করেছে।

তাই তো বাবার যুদ্ধে যাওয়ার পথ আটকে দাঁড়িয়েছে ছোট্ট শিশুটি। কারণ, কেবল একটা বুলেটই তো তার বাবা হারানোর দুঃস্বপ্ন ডেকে আনতে পারে। নাছোড়বান্দা শিশুটি তাই বাবার পথ ছাড়তে রাজি নয়।

শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনি নারী তায়াক্কুল কারমান তার অফিসিয়াল ফেসবুকে ছবিটি দিয়ে বলেছেন, ‘এই ছবিটিই একটি বিশ্বযুদ্ধ থামিয়ে দেয়ার জন্য যথেষ্ট।