সিলেটে বিআরডিবি’র মাঠ সংগঠকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

পল্লী জীবিকায়ণ প্রকল্প (বিআরডিবি) সিলেট বিভাগের মাঠ সংগঠকদের উদ্যোগে সোমবার (২৯ আগস্ট) সিলেট খাদিমনগর আঞ্চলিক কার্যালয়ের সামনে সকল কর্মচারীদের শতভাগ বেতন নিশ্চিতকরণ, পজীপের সকল কর্মচারীদের বিআরডিবি’র আওতাভুক্ত ও বিআরডিবিকে অধিদপ্তরে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও সিলেটের আঞ্চলিক প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র দাস এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মৌলভীবাজার বিআরডিবি’র মাঠ সংগঠক মো. মোতালেব হুসেনের সভাপতিত্বে ও কমলগঞ্জের মাঠ সংগঠক আতাউর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- দোয়ারাবাজার বিআরডিবির মাঠ সংগঠক এনামূল হক, রায়নগর-মোলভীবাজার বিআরডিবির মাঠ সংগঠক মো. তৌফিক আহমদ, জগন্নাথপুর-সুনামগঞ্জের মাঠ সংগঠক মো. রমজান আলী, হবিগঞ্জ সদর বিআরডিবি লুৎফুর রহমান, নবীগঞ্জ-হবিগঞ্জ মাঠ সংগঠক রহিদুল ইসলাম, সিলেট-জকিগঞ্জ মাঠ সংগঠক জহুরুল ইসলাম, ফজলে রাব্বি, সুনামগঞ্জ সদর জিলাল উদ্দিন, সোহেল, দ্বিপংকর, কামাল প্রমুখ।

মানববন্ধন শেষে স্মারকলিপিতে উল্লেখ করা হয়- বিগত ৮ মাস যাবত চাকুরীতে কর্মরত কিন্তু অদ্যবধি ১ মাসের বেতন ভাতা ব্যতিত আর কোনো বেতন ভাতা দেওয়া হয়নি। বেতন ভাতা না দেওয়ার ফলে প্রতিটি মাঠ সংগঠক পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিনযাপন করছেন।

প্রত্যেক উপজেলার দায়িত্বরত কর্মকর্তা অফিস স্টাফ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ১০০% বেতন ভাতা  নিয়ে নেন। কিন্তু মাঠ সংগঠকদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে জানান। মাঠ সংগঠকদের যোগদানপত্রে ২০% বা ১০% হিসেবে বেতন ভাতা পাওয়ার ব্যাপারে কোন উলে­খ ছিলনা। তাই প্রত্যেক সংগঠকদের দাবি ১০০% ভাতা নিশ্চিত করতে হবে। মানববন্ধন থেকে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আঞ্চলিক প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র দাস আন্দোলনকারীদের স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দেওয়া এবং বিষয়টি তিনিও গুরুত্বসহকারে দেখার আশ্বাস প্রদান করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট