সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বিপিএল’

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র মূল ভেন্যু হিসাবে সিলেট জেলা স্টেডিয়ামকে মনোনীত করা হয়েছে। সিলেট ভেন্যুর খেলাগুলো আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

সিলেটে এই প্রথমবারের মত বাংলাদেশ ফুটবলের বৃহৎ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর মহাযজ্ঞ বসতে যাচ্ছে। উক্ত লীগে বাংলাদেশের স্বনামধন্য ১২টি ক্লাব অংশগ্রহণ করবে। ক্লাবগুলো হচ্ছে- ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ফেনী সকার ক্লাব টিম বিজেএমসি, উত্তর বারিধারা, আরামবাগ ও  রহমতগঞ্জ।

উল্লেখ্য, প্রতিটি ক্লাবের পক্ষে বিদেশী খেলোয়াড়ের পাশাপাশি বিদেশী ম্যাচ অফিসিয়ালগণ ও (কোচ, ফিজিও) থাকবেন।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র সিলেট ভেন্যুর খেলাসমূহ সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা ও কর্মপরিকল্পনার জন্য সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ৩০ আগস্ট বেলা ৩ টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী উপস্থিত থাকবেন।

মতবিনিময় সভায় সকলের উপস্থিতি বিশেষভাবে কামনা করেছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট