তুরস্কের বিমানবন্দরে রকেট হামলা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

আঙ্কারা : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। হামলার পর বিমানবন্দরের কর্মী ও যাত্রীরা নিরাপত্তার জন্য ছোটাছুটি করতে থাকেন। তবে এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।

স্থানীয় সময় শনিবার বিকেলে দিয়ারবাকির বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে একটি পুলিশ চেকপয়েন্টের কাছে চারটি রকেট এসে পড়ে।

দিয়ারবাকিরের গভর্নর হুসেইন আকসয় জানিয়েছেন, রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা বিমানের ফ্লাইট বাতিল করা হয়নি।

কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে বিদ্রোহীদের সন্দেহ করা হচ্ছে। এর আগেও দিয়ারবাকির শহরে পিকেকে বিদ্রোহীরা অনেক হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, স্বায়ত্ত্বশাসনের দাবিতে ১৯৮৪ সাল থেকে কুর্দি বিদ্রোহীরা সশস্ত্র লড়াই করে আসছে। গত বছরের জুলাই মাসে তুর্কি সরকার পিকেকে বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে বিদ্রোহীরাও তুর্কি নিরাপত্তা বাহিনীর ওপর ও সরকারি অবস্থানে হামলা চালিয়ে আসছে।

গালফনিউজ ও  আটি.কম অবলম্বনে