বালুচরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্নালংকার লুট

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

সিলেট শহরতলীর বালুচরে এক প্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ধরে বাসার সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোররাতে উত্তর বালুচরের এ ব্লকের আল ইসলাহ-১২৪ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার, দু’টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা লুট করেছে বলে দাবি করেছেন বাসার কর্তা হাজি মোশাররফ হোসেন।
তিনি জানান, চার ছেলে দুবাই থাকেন। তিনি তার তিন পুত্রবধুকে নিয়ে ওই বাসায় থাকেন। ভোররাত ৪টার দিকে রান্না ঘরের জানালার গ্রীল কেটে একদল ডাকাত ঘরে ডুকে পুত্রবধু রায়হানার গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা রায়হানার গলা থেকে তিন ভরি সোনার চেইন ছিনিয়ে নেয়।
পরে আলমারী থেকে আরো ১২/১৩ ভরি সোনা, ২টি মোবাইল ফোনসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাজি মোশাররফ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট