সিলেটে যুবদলের মিছিলে পুলিশি বাধা ।। রেজিস্টারি মাঠে সমাবেশ

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

jd2২৪ আগস্ট ২০১৬, বুধবার : পুলিশি বাধার মুখে রেজিস্টারি মাঠের সামনেই সমাবেশ করেছে সিলেট জেলা যুবদলের নেতাকর্মীরা।

কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বুধবার (২৪ আগস্ট ) বিকাল ৫টার দিকে মহানগরীর রেজিস্টারি মাঠে ভিড় করেন নেতাকর্মীরা।

দলের নেতাকর্মীরা রেজিস্টারি মাঠের সামনে জড়ো হওয়ার পর বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

পরে রেজিস্টারি মাঠের সামনেই তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান বলেন এই মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। উদ্দেশ্য একটা দেশ নেত্রীকে হেয় করা ও হয়রানী করা। আব্দুল মান্নান বলেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এইভাবে দমন নিপীড়ন করে বেগম খালেদা জিয়াকে দাবিয়ে রাখা যাবে না। অতীতেও কোন নির্যাতনে কাছে তিনি নথি স্বীকার করেননি। বিএনপির নেতাকর্মীরা নথি স্বীকার করতে জানে না। কারণ আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি । সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে । এ জন্যে তারা মিথ্যা মামলা দিয়ে খুন, গুম করে নির্যাতন করে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক , যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব , জেলা যুবদলের প্রচার সম্পাদক আলী আহমদ হিরা , সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক , আব্দুল খালিক , হাবিবুর রহমান হাবিব , সিরাজুল ইসলাম সিরাজ, অধ্যাপক মঈন উদ্দিন , সাব্বির আহমদ, ফরিদ উদ্দিন , শাহ মাহমুদ আলী , সাহেদ আহমদ , মঈনুল ইসলাম মঞ্জু , মকসুদুল করিম নোহেল , স্বপন আহমদ , হেলাল মিয়া , আনোয়ার আলী,  আঃ মুক্তাদির খান , মোঃ আসিক , ফখরুল ইসলাম , আবু সাইদ হিরন , সাইফুল ইসলাম সাইফুল, মোঃ মাসুদ আলী মাছুম ,আব্দুল মালেক , দেওয়ান রফিক , নজরুল ইসলাম , গোলাম কিবরিয়া  , শিপন চন্দ্র , আব্দুল গফুর , আঙুর আলম ,  ইউসুফ আলী , আলমগীর হোসেন , মোস্তাক আহমদ , মামুন আহমদ , ইলিয়াস মিয়া ,মুহিম আহমদ , সোহেল আহমদ , আতাউর রহমান , সোলেমান আহমদ , জুনেদ মিয়া ,  রফিক আহমদ , সাত্তার সুমন , মুক্তার আলী , মুকিত আহমদ ,  সুমন আহমদ আনছার , সুন্দর আহমদ , দিলওয়ার হোসেন , আব্দুল মন্নান , শাহ জুনেদ , রাসেল আহমদ প্রমুখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট