ইতালিতে ভূমিকম্পে নিহত অন্তত ২১

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

রোম : ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে রোম কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.২। এ ঘটনায় এখনো পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবারের এ ভূমিকম্পে বেশকয়েকটি ঘরবাড়ি ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে এ ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির নোর্চা এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমটার গভীরে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট