মামুনের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

সিলেট নগরীর এলিগ্যান্ট শপিং মল এর তরুণ ব্যবসায়ী ‘বকস্ মোবাইল’র সত্ত্বাধিকারী সিলেট মহানগরীর জল্লাপার এলাকার কৃতি সন্তান করিম বকস্ মামুনকে গত ১৬ আগস্ট মঙ্গবাল নৃশংসভাবে চুরিকাঘাত করে সন্ত্রাসীরা নিজ মার্কেটের সামনে হত্যা করে।

এই নৃশংস ঘটনার হত্যাকারী সন্ত্রাসী খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আমরা জল্লারপারবাসীর উদ্যোগে মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টায় জল­ারপাড় পয়েন্টস্থ লিয়াকত  ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাবর বকস্ এর সভাপতিত্বে ও মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন, গউসুল আলম গেদু, বক্তব্য রাখেন, আলা বকস রুকন, আব্দুল মান্নান খান মঞ্জু, মামুনের পিতা আনোয়ার বকস্ ভুলু, হাজী আব্দুল মন্নান, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, মোহাম্মদ আফসার তারন, সাবের খান, বেলায়েত হোসেন, শমসের বকস্, রুমেন খান, সেলিম খান, মহানগর ছাত্রলীগ নেতা সজীব গাজী রাহুল, শেখ লিপন, নূর আলম, ইসকান আহমদ, জায়েদ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এলাকাবাসীর পক্ষে মোঃ মামুনুর রহমান, হুমায়ুনুর বকস মিতু, তোফাজ্জুল হোসেন, এজাজুর রহমান খান, শাখাওয়াত হোসেন খান, আদনান খান, অপু বকস, রিফাত খান, কাউছার খান, আওলাদ খান, আজাদ খান, জিন্দাবাজার ব্যবসায়ীর পক্ষে সাজিদ হাসান, ফরিদ হাসান, আব্দুল মুক্তাদির খান রুশন, কিবরিয়া (নিঝুম), জাকারিয়া ইমরুল, শিপন খান, গোলজার হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অপু বখত।

করিম বকস্ মামুন এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আমরা জল­ারপাড়বাসী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২৭ আগস্ট বিকাল ৫টায় জল­ারপার পয়েন্টে অবস্থান কর্মসূচী, ৩১ আগস্ট বুধবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট